ক্ষতিপূরণ দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন

০৭ এপ্রিল ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে বিদ্যৎ সরবরাহের লাইন টাঙানোর ক্ষেত্রে ব্যবহৃত জমির মালিকরা তাদের জমির ক্ষতিপুরণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, বড় পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্পের আওতায় শেরপুর উপজেলার উচরং গ্রামে টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জমির মালিকেরা ফসলাদি ও বৃক্ষরাজির ক্ষতিপূরণ পেলেও জমির ক্ষতিপূরণ পাবেন না। কারণ হিসেবে ১৮৮৫ সালের টেলিগ্রাফ আইন, ১৯১০ সালের বিদ্যুৎ আইনের উল্লেখ করা হয়েছে। কিন্তু ২০১৮ সালের বিদ্যুৎ আইনের মাধ্যমে ১৯১০ সালের এ বিদ্যুৎ আইন রোহিত করা হয়েছে। নতুন বিদ্যুৎ আইনে ১২ (১) অনুচ্ছেদে জমির মালিককে ক্ষতিপূরণ প্রদানের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। ২০১৮ সালের আইনের তোয়াক্কা না করে জমি জবর দখল করা হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। এদিকে জমিতে টাওয়ার নির্মাণের জন্য মালামাল মজুদ ও পরিবহনের জন্য প্রায় ৪০ বিঘা আবাদি জমি ব্যবহার করা হয়েছে। কিন্তু কোনো মালিক এখনো কোন ক্ষতিপূরণ পাননি। এ ক্ষতিপূরণ নিজেরা কখনই পাবেন না বলে তাদের আশংকা। বিষয়টি পুনঃবিবেচনার জন্য ইতোমধ্যেই শেরপুরের ইউএনও ও বগুড়ার ডিসিকে স্মারকলিপি দিয়েছেন তারা।

এদিকে স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর