বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে সরাসরি বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের দাম নির্ধারণ, পুনঃনির্ধারণ এবং সমন্বয় করতে পারবে সরকার। এমন বিধান রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন ২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বতর্মানে প্রচলিত আইনে জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়াতে হলে ৯০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্টদের গণশুনানি শেষে দাম নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি।
সোমবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিং খসড়া আইনটির বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংসদ অধিবেশন না থাকায় ২০২২ সালের ২৮ নভেম্বর আইনটি অধ্যাদেশ আকারে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এবার আইন আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। প্রচলিত আইনের নিয়ম বিশেষ বিশেষ ক্ষেত্রে দাম পূনঃনির্ধারণের ক্ষেত্রে মেনে চলা কঠিন। কারণ বিশেষ প্রয়োজনে ৯০ দিন অপেক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই পরিস্থিতির প্রেক্ষাপটে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সে জন্য বর্তমান আইনের ৩৪ ধারার সঙ্গে কিছু ধারা যোগ করা হয়েছে।
এমকে