মন্তব্য
গতকাল রোববারও (৮ জানুয়ারি) দেশের ২৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। সেখান থেকে সংখ্যা কমে এখন ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে তিন দিন পরে বাড়তে পারে তাপমাত্রা।
সোমবার (৯ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় বিরাজ করলেও (৭ ডিগ্রি সেলসিয়াস) ঢাকার তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে। তেঁতুলিয়ার ওই তাপমাত্রা এবারের শীত মৌসুমের মধ্যে সর্বনিম্ন।
এমকে