দুর্বৃত্তদের হামলায় আহত নারীর মৃত্যু

০৯ জানুয়ারী ২০২৩

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:

ঘটনার দুই দিন পরে দুর্বৃত্তদের হামলায় আহত লাভলী বেগম (৩৭) নামের এক গৃহবধু মারা গেছেন। সোমবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। লাভলী বেগম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাঘঝাঁপা গ্রামের সাহেব আলীর স্ত্রী।

এদিকে একই ঘটনায় অষ্টম শ্রেনিতে পড়ুয়া তার ছেলে আহত মো. রতন (১৫)  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে মাজড়া আলহাজ্জ্ব এ.জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

গত শুক্রবার (৬ জানুযারি) রাত সাড়ে ১২ টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে সাহেব আলীর ঘরের জানালা ভেঙ্গে ৫-৬ জন দুর্বৃত্ত ঘুমন্ত লাভলী বেগম ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের প্রথমে কাশিয়ানী ১০০ শয্যার হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তারপরও এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর