পিছু হটবার পথ নেই, আন্দোলন আরও তীব্র হবে: মির্জা ফখরুল

০৯ জানুয়ারী ২০২৩

আন্দোলনের মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিছু হটবার পথ নেই। চলমান সরকারবিরোধী আন্দোলনকে আরও তীব্র করতে হবে৷ এ আন্দোলনের মাধ্যমেই দেশকে মুক্ত করতে হবে।  বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে।

কারাগারে একমাস আটক থাকার পর সোমবার (৯ জানুয়ারি) মুক্তি পেয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এ সব কথা বলেন।

নয়া পল্টনের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের মামলায় বিএনপি মহাসচিব কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। সন্ধ্যার দিকে মুক্ত হওয়ার পরে সেখান থেকে সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি।

বিএনপির মহাসচিব  বলেন,  ক্ষমতাসীনরা গ্রেফতার করে  আন্দোলন বন্ধ করতে চেয়েছিল। কিন্তু এতে আন্দোলন আরও বেগবান হয়েছে। সারাদেশ আন্দোলনে প্রকম্পিত হচ্ছে৷ সরকার যত বেশি অত্যাচার করবে, ততবেশি মানুষ ফুঁসে উঠবে- যোগ করেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী, দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদল সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর