চীনের উহান শহর থেকে শুরু হয় করোনাভাইরাসের সংক্রমণ। এরপর বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়ে এ মহামারি ভাইরাস। ভাইরাসটিতে সারাবিশ্বে প্রায় ৬৮ লক্ষ মানুষ মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন অসংখ্য মানুষ। বিশ্বে করোনার প্রকোপ কমলেও চীনে ফের দেখা দিয়েছে করোনা। দেশটির হেনান প্রদেশের ৯০ শতাংশ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। সোমবার প্রদেশটির শীর্ষ স্বাস্থ্যকর্মকর্তা কান কোয়ানচেং এ তথ্য জানিয়েছে। প্রেদেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৮ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কোয়ানচেং জানান, হেনান প্রদেশের জনসংখ্যা ৯.৯৪ কোটি। তার মধ্যে করোনা আক্রান্ত ৮ কোটি.৮৫ লাখ। ডিসেম্বরের মাঝামাঝি হেনানের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলো ভরে ওঠে করোনা আক্রান্তদের দ্বারা।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কঠোর বিধি-নিষেধ আরোপ করে চীন। ফলে কমে যায় করোনা সংক্রমণ। গেল বছরের শেষ দিকে করোনা বিধি-নিষেধ ফের শিথিল করা হয়। এরপরই করোনা ফের মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করে। গত কয়েক সপ্তাহজুড়ে তা বেড়েই চলছে বলে জানান ওই কর্মকর্তা।
করোনা নিষেধাজ্ঞা তোলার পর থেকেই এর সংক্রমণ বেড়ে চলেছে উল্লেখ করে কোয়ানচেং বলেন, “গত বছরের শেষে চীনে লকডাউন তুলে নেওয়ার পর থেকেই করোনার নতুন উপরূপ বিএফ.৭-এর দাপটে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে পা রাখার জায়গা নেই। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয় গত ১৯ ডিসেম্বর।
আরআই