কমতে পারে রাত এবং দিনের তাপমাত্রা

১০ জানুয়ারী ২০২৩

পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ দিকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বইছে, সেটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।  মঙ্গলবার (১০ জানুয়ারি) এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতরটির হিসাবে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, মাত্রায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা চলতি শীত মৌসুমের সবগুলো রেকর্ড তাপমাত্রার চেয়ে কম। মঙ্গলবার দেশের পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর