চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে নতুনবাজার এলাকায় একটি মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাবনার টেবুনিয়া-সিরাজগঞ্জের বাঘাবাড়ি আঞ্চলিক সড়কে গতিরোধক দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, ছোট শালিখা নতুন বাজার জামে মসজিদ ও শালিখা সরকরি প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান কাছাকাছি। এ দুটি প্রতিষ্ঠানের অদুরে আছে একটি বাজার। ওই সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করে। কিন্তু মসজিদ ও বিদ্যালয়টির সামনে গতিরোধক না থাকায় স্বাভাবিক গতিতেই চলাচল করে যানবাহন। এতে মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হয় বিদ্যালয়টির শিক্ষার্থী, মসজিদের মুসল্লীসহ বাজারে আগতরা।
এদিকে দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধকের প্রয়োজনীয়তা তুলে ধরে মানববন্ধনে বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা ইউনুস আলী, মনিরুজ্জামান মনির, জহুরুল ইসলাম, মো. তোরাব আলী, মো. আবু নঈম রাজা, স্থানীয় সাংবাদিক রকিবুর রহমান টুকুন ও শামীম হাসান মিলন প্রমূখ।
এমকে