সিলেটের টানা জয়

১১ জানুয়ারী ২০২৩

নাসির হোসেনের ঢাকাকে ৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফির সিলেট। এদিনও ব্যাটে ঝড় তোলেন তৌহিদ হৃদয়। ১৮২ স্ট্রাইক রেটে ৪৬ বলে ৮৪ রান করেন তিনি। ৫ চার ও ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি। এ নিয়ে টানা চতুর্থ জয় পেল সিলেট।

 

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস ভাগে্য হেরে প্রথমে ব্যাট করে সিলেট। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায়। তাসকিন আহমেদের করা বলে

 নির্ধারিত ২০ ওভার শেষে ২০১ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় সিলেট। উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মোহাম্মদ হারিস। ১৭ রানে প্রথম উইকেট হারায় সিলেট, হারিস করেন ৬ বলে ৬ রান।

 

প্রথম উইকেটে পতনের পর ভালোভাবে ঘুরে দাঁড়ায় সিলেট। নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে তৌহিদ হৃদয় গড়েন ৮৮ রানের অনবদ্য জুটি। ১১তম ওভারে এই জুটি ভাঙেন আলামিন। ফিরিয়ে দেন থিতু হয়ে যাওয়া শান্তকে। ৭ বাউন্ডারি দুই ছক্কায় ৩৯বলে ৫৭ রান করে থামেন সিলেটের ওপেনার।

 

 

শান্ত ফিরলেও উইকেট আঁকড়ে ছিলে হৃদয়। ৩২ বলে অর্ধশতক পূর্ণ করেন। ১৯তম ওভারে আউট হন হৃদয়।

এর আগে ঢাকার বোলারদের তুলোধুনো করে ছাড়েন এ ব্যাটার। তার ব্যাটে বড় সংগ্রহ পায় সিলেট। শেষ দিকে নেমে মাশরাফী করেন ৪ বলে ৭ রান।

 

ঢাকা ডমিনেটর্সের হয়ে বল হাতে ৩৬ রান দিয়ে তাসকিন আহমেদ নেন ২টি উইকেট। আলামিন ৩টি উইকেট নিতে দেন ৪৫ রান। এ ছাড়া একটি উইকেট করে নেন আরাফাত সানি ও আরিফুল হক।

 

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান করতে সক্ষম হয় ঢাকা। ফলে ৬২ রানের দুর্দান্ত জয় পায় সিলেট।

 

আরআই


মন্তব্য
জেলার খবর