শিক্ষকের উপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

০৭ এপ্রিল ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে এক মাদ্রাসা শিক্ষকের উপর হামলাকারীদেরবিচার দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার(৭ এপ্রিল) দুপুরের দিকে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন  হয়।  

এর আগে বুধবার সকালে উপজেলার ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা বশির উল্লাহের ওপর হামলা চালানা হয় এবং তাকে বেদম প্রহার করা হয়।

মানববন্ধনে বক্তারা শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতার আনার দাবি জানান। আয়োজক সংগঠনের উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চতলা হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মাও. মো. হোসেন, ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শফিউল্যাহ, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম হাওলাদার, বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের লালমোহন শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া প্রমুখ।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন,  এ হামলার ঘটনায় ওই শিক্ষকের ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, হামলায় আহত বশির উল্যাহকে প্রথমে লালমোহন হাসপাতালে  নেওয়া হয় ও পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর