যত সম্পত্তির মালিক হিরো আলম

১১ জানুয়ারী ২০২৩

আশরাফুল আলম ওরফে হিরো আলম। প্রকৃত নামের চেয়ে হিরো আলম নামেই বেশি পরিচিত। বিএনপির শূন্য আসনে উপনির্বাচনে দুইটি আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি। তবে তা বাতিল করে দিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক সইফুল ইসলাম। জমা দেওয়া তথ্যে গরমিল থাকার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

নির্বাচনে দাঁড়ানোর পর প্রকাশ্যে এলো তার সম্পত্তির পরিমাণ। তাতে দেখানো হয়ে মাত্র চার বছরে কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন হিরো আলম। তবে কয়েক বছর আগেও সম্পত্তি বলে তেমন কিছুই ছিল না তার। ব্যাংকে ছিল মাত্র হাজার টাকা। সঙ্গে ছিল ৮৭ হাজার টাকার মূল্যের একটি পুরনো বাইক, আড়াই লক্ষ টাকার আসবাব ও স্ত্রীর এক ভরি সোনা।

 

কিন্তু চার বছরের ব্যবধানে বেড়েছে তার সম্পত্তির পরিমাণ।  জমি কিনেছেন ৯ শতক। সেখানে বানিয়েছেন বাড়ি। এছাড়া কৃষি জমিও কিনেছেন। তার কৃষি জমির পরিমাণ প্রায় ৫০ শতক। স্ত্রীর সোনার গহনার পরিমাণ ১০ ভরি। ব্যাংকে রয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা।


মন্তব্য
জেলার খবর