ইমরানসহ একাধিক নেতার বিরুদ্ধে খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১১ জানুয়ারী ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অবমাননার এক মামলায় দেশটির নির্বাচন কমিশন এ পরোয়ানা দিয়েছে। ইমরান খান ছাড়াও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

খবরে বলা হয়, পাকিস্তানের নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে পিটিআই নেতাদের দেওয়া এক বিবৃতিকে আমলে নিয়ে এ মামলা দায়ের করা হয়েছে। কমিশনটির চার সদস্যের একটি বেঞ্চ এ নির্দেশ জারি করেছে।

 

গেল বছরে একাধিক বার ইমরান খানসহ পিটিআই নেতাদের নোটিশ দেওয়অ হয়। কিন্তু একবারও হাজির হননি তারা। গত শুনানিতে শেষ সুযোগ দেওয়া হয়েছিল। তবুও কেউ হাজির না হওয়ায় নির্বাচন কমিশন এ নির্দেশ দিল।

 


মন্তব্য
জেলার খবর