শাস্তির মুখে সাকিব-সোহান-বিজয়

১১ জানুয়ারী ২০২৩

আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান, এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহান। ম্যাচ ফির ১৫ শতাংম জরিমানা করা হয়েছে সোহানকে। সাকিব ও এনামুলকেও করা হয়েছে জরিমানা।  

 

মঙ্গলবার বিপিএলের ৭ম ম্যাচের বার বার বোলার পরিবর্তনের জেরে বিতর্কের শুরু হয়। মূল ঘটনাটি ঘটে স্ট্রাইক নিয়ে। নিয়ম অনুসারে বোলার ঠিক করার পর ব্যাটাররা স্ট্রাইক নিয়ে থাকেন। কিন্তু সেখানে ঝামেলা পাকান নুরুল হাসান। প্রথমে বলে আসেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। বোলার দেখে স্ট্রাইক নেন চাতুরাঙা ডি সিলভা। চাতুরাঙাকে দেখে বোলার পরিবর্তন করেন সোহান। তিনি বল তুলে দেন অফস্পিনার শেখ মেহেদী হাসানের হাতে।

 

এটা দেখে স্ট্রাইক পরিবর্তন করে ননস্ট্রাইকপ্রান্তে চলে যান চাতুরাঙা। সোহানও ফের বোলার পরিবর্তন করেন। এবার আনেন রাকিবুলকে। সোহানের এমন কাণ্ডে অবাক হন বরিশালের অধিনায়ক। আপত্তি জানান সাকিব। ব্যাটারদের উঠে আসার জন্য অনুরোধ করেন। ঘটনা বেগতিক দেখে এগিয়ে আসেন চতুর্থ আম্পায়ার মোজাহিদুজ্জামান।

 

কিন্তু সাকিব বেজায় চটে গিয়েছিলেন। এবার মাঠের মধ্যে ঢুকে পড়েন। দুই ওপেনারকে মাঠ থেকে বের করে নিয়ে আসতে উদ্যত হন। তখন মাঠ আম্পায়ারা সাকিবকে বোঝাতে থাকেন। সোহানকেও কথা বলতে দেখা যায় সাকিবের সাথে। পরে বুঝিয়ে-শুনিয়ে ড্রেসিং রুমে ফেরত পাঠানো হয় সাকিবকে।

 


মন্তব্য
জেলার খবর