ট্রেনের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ, দুই পা কাটা পড়ে দেড় বছরের জান্নাতির প্রাণহানি!

১১ জানুয়ারী ২০২৩

সৈয়দ সরোয়ার সাদী রাজু, ভূঞাপুর:

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেন ও ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে জান্নাতি নামে দেড় বছরের এক মেয়ে রয়েছে। দুর্ঘটনার সময় তার দুটো পা-ই ট্রেনে কাটা পড়ে। এ দুর্ঘটনায় অটোরিক্সার ৫ যাত্রী আহত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি নামক স্থানে অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জান্নাতির পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। জান্নাতি ফলদা ইউনিয়নেরই আগতেইল্লা গ্রামের সঞ্জাব আলীর মেয়ে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ভূঞাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. আবদুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতু থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৪ নং লোকাল ট্রেনটি ঢেপাকান্দী রেলক্রসিংটি পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে এক শিশুসহ মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর