সরকারকে উৎখাতের শক্তি দেশে তৈরি হয়নি: প্রধানমন্ত্রী

১১ জানুয়ারী ২০২৩

এ দেশের মাটি ও মানুষের কাছ থেকে সৃষ্টি হওয়া আওয়ামী লীগের শিকড় অনেক দূর পর্যন্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার মতো কোনো শক্তি দেশে এখনো তৈরি হয়নি। আওয়ামী লীগে টিকে আছে, থাকবে। একাদাশ জাতীয় সংসদের অধিবেশনে বুধবার (১১ জানুয়ারি)  প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ সব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নটি করেন জাতীয় পার্টি দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

শেখ হাসিনা আরও বলেন- আইয়ুব খান, ইয়াহিয়া, জিয়া, এরশাদ, খালেদা জিয়াসহ অনেকেই আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছেন। কিন্তু পারেননি, পারবেও না। অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে আওয়ামী লীগের সৃষ্টি হয়নি  বলেও জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের প্রতি আস্থা রাখতে দেশবাসীর প্রতি এ সময় আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের অত্যাচার-নির্যাতনের কিছু ঘটনাও তুলে ধরেন। বলেন, তারা এক কোটি ২০ লাখ ভুয়া ভোটার তৈরির মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু জনগণ সেটা প্রতিহত করেছিল। বিএনপির চরম দুঃশাসনের কারণে দেশে ‘এক-এগারো’ এসেছিল- যোগ করেন শেখ হাসিনা।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর