সুবর্ণচরে চার স'মিলের জরিমানা

১২ জানুয়ারী ২০২৩

মোহাম্মদ দেলোয়ার হোসেন,নোয়াখালী:

নোয়াখালীর সুবর্ণচরে ৪টি স’মিলকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স না পাওয়া পর্যন্ত এসব স’মিল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অঙ্ক একত্রে ৩৫ হাজার টাকা। লাইসেন্স ব্যতীত স’মিল পরিচালনা ও চিড়াই কাঠের হিসাব সংরক্ষণ না করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এ জরিমানার আদেশ দেন।

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ সব স’মিলে অভিযান পরিচালনা করে এ অনিয়মের সত্যতা পায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৈতী সর্ববিদ্যা।

দণ্ডিত করাকল হচ্ছে উপজেলার চরজব্বার ইউনিয়নের চর মহিউদ্দিন বাজারের সহিদ স’মিল (দশ হাজার টাকা), শিরিন আক্তার স'মিল (দশ হাজার টাকা), চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ এলাকার সাহাদাত স'মিল (দশ হাজার টাকা) এবং তোতার বাজার সংলগ্ন মধ্য চরবাটা এলাকারইউছুফ (ডুবাই) স'মিলকে (পাঁচ হাজার টাকা)।

অভিযানকালে উপস্থিত বনবিভাগের হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা গণমাধ্যমকে জানান, অবৈধভাবে পরিচালিত সব স’মিলের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর