সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
টাঙ্গাইলের ভূঞাপুরে ও গোপালপুরের শীতার্তদের মাঝে ব্যক্তি উদ্যোগে ৪ হাজার কম্বল বিতরণ করেছেন ভূঞাপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ।বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে ভূঞাপুর পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বিতরণ করা হয়।
কম্বল বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, ভূঞাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, অর্জুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, অলোয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ, জেলা সেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সহসম্পাদক মো. নাজমুল কবিরসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমকে