রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা ওবায়দুল কাদেরের নেই

১২ জানুয়ারী ২০২৩

দেশে ২২তম রাষ্ট্রপতি পদে যাবার যোগ্যতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেই। বিষয়টি সাংবাদিকদের নিজেই জানালেন ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ের সেতুমন্ত্রীর দফতরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।

আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ। এদিকে তার আগেই প্রশ্ন উঠেছে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দলের ভেতরসহ দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। সে আলোচনায় হ্যাভি ওয়েটদের কয়েকজনের মধ্যে নাম এসেছে ওবায়দুল কাদেরের। তাই এ প্রসঙ্গে প্রেস বিফিংয়ে তার মতামত জানতে চান সাংবাদিকরা।

 

“পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা সময়ই বলবে। তবে আমার নিজের ওই পদে যাবার যোগ্যতা নেই।”- বলেন ওবায়দুল কাদের

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। পরে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হোন তিনি। সংবিধান অনুযায়ী, একজন রাষ্ট্রপতি দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। রেওয়াজ অনুযায়ী, ক্ষমতাসীন দল আস্থাভাজনদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর