ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটি প্রায় ধ্বংস স্তপে পরিণত হয়েছে। ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ব্যাপক পরিমাণ অস্ত্র সহায়তা দিচ্ছে। ইউক্রেনে বিদেশি অস্ত্র নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনে অস্ত্র বাড়ানো হলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ফলপ্রসূ হবে না। অবশ্যই এর একটি নেতিবাচক প্রতিক্রিয়া থাকবে।
আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে পুতিনের অংশ নেওয়ার বিষয়ে দিমিত্রি পেসকভ বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। কিভাবে সম্মেলন শুরু হয় সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেনে পাঠানো বিদেশি অস্ত্রের চালানে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন।