দেশের ২৯ এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যে রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। এমন তথ্যই দিয়েছে আবহাওয়া অধিদফতর। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায়- ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
১০ ডিগ্রির মধ্যে থাকা এলাকা হচ্ছে- বদলগাছি (৬ দশমিক ৮), তেঁতুলিয়া (৭ দশমিক ২), রাজশাহী (৭ দশমিক ৪), ঈশ্বরদী (৭ দশমিক ৫), যশোর (৮), বরিশাল ও দিনাজপুর (৮ দশমিক ৪), রাজারহাট ও গোপালগঞ্জ (৮ দশমিক ৫), রংপুর (৮ দশমিক ৬), বগুড়া ও মাদারিপুর (৮ দশমিক ৮), ভোলা, কুমারখালি ও তাড়াশ (৯), ফরিদপুর (৯ দশমিক ২), ডিমলা ও টাঙ্গাইল (৯ দশমিক ৫), সৈয়দপুর (৯ দশমিক ৮), খেপুপাড়া (১০), সাতক্ষীরা ও নিকলি (১০ দশমিক ২), কুমিল্লা, ফেনী, খুলনা, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গল (১০ দশমিক ৫), পটুয়াখালী (১০ দশমিক ৭) এবং ময়মনসিংহ (১০ দশমিক ৮)।
আবহাওয়া অধিদফতর বলছে- টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে এখনো শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা।
এমকে