দেশে গ্রাহক পর্যায়েও বিদ্যুতের দাম ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। চলতি জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এর আগে গত নভেম্বরে পাইকারি ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ায় সরকার।
এদিকে নিত্যপণ্যের চড়া দামের কারণে দীর্ঘদিনই হচ্ছে বেকায়দায় রয়েছে সাধারণ মানুষ। এর উপর বিদ্যুতের দর বৃদ্ধি তাদের মাসিক খরচের অঙ্ককে বড় করবে।
নতুন দরে আবাসিক গ্রাহকদের জন্য ব্যবহৃত ইউনিটের সীমার ওপর দাম নির্ধারণ করা হয়েছে। শূন্য থেকে ৫০ ইউনিটের ক্ষেত্রে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৯৪ পয়সা, শূন্য থেকে ৭৫ ইউনিটের ক্ষেত্রে ৪ টাকা ১৯ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৪০ পয়সা, ৭৬ থেকে ২০০ ইউনিটের বেলায় ৫ টাকা ৭২ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিটের ক্ষেত্রে ৬ টাকা থেকে বেড়ে ৬ টাকা ৩০ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ৬ টাকা ৩৪ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৬৬ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ৯ টাকা ৯৪ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৪৫ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে ১১ টাকা ৪৯ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৩ পয়সা করা হয়েছে দাম। এর আগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার।
এমকে