চতুর্থ বিয়ে করতে যাচ্ছেন রোনালদো

১৩ জানুয়ারী ২০২৩

ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদো নাজারিও চতেুর্থবারের মতো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। দীর্ঘ আট বছর ধরে সম্পর্কের পর বিয়ে করতে চলেছেন এ জুটি। রোনালদোর প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল সেলিনা লকস সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন।

 

সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘তোমাকে চিরদিন ভালোবাসব। জীবনের বাকী সময়টা তোমার সাথে পার করতে চাই।” ওই পোস্টে ব্রাজিলিয়ান কিংবদন্তি মন্তব্য করেছেন, ‘আমিও তোমাকে ভালোবাসি।’ এর আগে রোনালদো তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

 

রোনালদোর বর্তমান বয়স ৪৬ বছর। তিনি এ পর্যন্ত ৩টি বিয়ে করেছেন। তিন স্ত্রীর ঘরে ৪টি সন্তান আছে তার। চার সন্তান- রোনাল্ড, অ্যালেক্স, মারিয়া সোফিয়া ও মারিয়া এলিসকে সাথে নিয়েই ঘর বাঁধতে রাজি হয়েছেন এ ব্রাজিলিয়ান মডেল।

 

রোনালদো প্রথমবার বিয়ে করেন ব্রাজিলিয়ান মডেল সুজানা ওয়ের্নারের সাথে ১৯৯৭ সালে। দু’বছর একসাথে ছিলেন। ১৯৯৯ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। এবছরই রোনালদো বিয়ে করেন ব্রাজিলিয়ান ফুটবলার মিলান ডমিনগুয়েজকে। এ সংসার টিকেছিল চার বছর। ২০০৫ সালে ফের ব্রাজিলিয়ান মডেল ও ভিজে ড্যানিয়েল সিকারেল্লিকে বিয়ে করেন রোনালদো। রোনালদোর এ সংসার তিন মাসের বেশি টেকেনি। এরপর পরিচয় হয় সেলিনার সাথে।

 


মন্তব্য
জেলার খবর