জাপানি টেনিস তারকা নাওমি ওয়াসাকা। দীর্ঘ সময় ধরে টেনিস জগতে দাপিয়ে বেড়াচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারে ঝুলিতে ভরেছেন অসংখ্য পুরস্কার। জিতেছেন চারটি গ্র্যান্ডস্লাম। নারী টেনিসের সর্বোচ্চ চুড়ায়ও পৌঁছেছেন। ২০১৮ ও ২০২০ সালে জেতেন ইউএস ওপেন। ২০১৯ ও ২০২১ সালে পান অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। তবে মাতৃত্বের স্বাদ এখনও নেওয়া হয়নি তার। মা হওয়ার জন্য টেনিস থেকে বিরতি নিতে চান তিনি।
২০২২ সালের শেষের দিকে এর ইঙ্গিত দেন তিনি। নতুন বছরে স্পষ্ট করেছেন বিষয়টি। নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। গত রোববার ঘোষণা দেন খেলবেন না অস্ট্রেলিয়ান ওপেনের আসন্ন আসরে। ফের কৌতূহল তৈরি হলেও ওসাকার করা টুইটে স্পষ্ট হয়েছে সরে আসার কারণ। একই সঙ্গে উদ্বেগ পরিণত হয়েছে আনন্দে।
২৫ বছর বয়সী এ তারকা মা হতে চলেছেন জানিয়ে টুইটারে লিখেছেন, "আমার সামনে অনেক কিছুই আছে। তবে আমি এখন একটা জিনিস নিয়েই ভাবছি। আমার অনাগত সন্তান। ২০২৩ সাল আমাকে অনেক কিছু শেখাবে। আশাকরি, ২০২৪ সালে আবার কোর্টে ফিরব।"