দেশের শীর্ষ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানিটি দুই বিভাগে শিক্ষক নিয়োগ দেবে। বিভাগ দুটি হলো- জাপানিজ স্টাডিজ ও ব্যবস্থাপনা বিভাগ। এ দুই বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, ২০২৩।
জাপানিজ স্টাডিজ বিভাগ:
বিভাগটিতে স্থায়ী ভিত্তিতে একজন সহকারী অধ্যাপক নেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ জাপানি ভাষা দক্ষতা পরীক্ষায় পাস (এন২) সনদধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএর ক্ষেত্রে ৪.০০-এর মধ্যে ৩.৫০-প্রাপ্ত হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ স্কেল ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে।
প্রার্থীকে কোনো বিশ্ববিদ্যালয়ে তিন বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতাসহ স্বীকৃতমানের জার্নালে তিনটি প্রকাশিত গবেষণামূলক নিবন্ধ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাপানিজ ভাষায় শিক্ষাদানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
ব্যবস্থাপনা বিভাগ:
বিভাগটি স্থায়ী প্রভাষক পদে একজন নেবে। প্রার্থীদের অবশ্যই ম্যানেজমেন্ট বিষয়ে চার বছর মেয়াদি বিবিএ ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বা স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট (এসআইএম) স্ট্রিমে এমবিএ ডিগ্রিধারী হতে হবে। উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৭০–প্রাপ্ত হতে হবে। অন্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ স্কেলের ক্ষেত্রে ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।