পায়রা বন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ১১টি পদে মোট ১৪ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেবে। আগ্রহী ও প্রার্থীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্ধারিত ফরমে আবেদন করে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ২৬ জানুয়ারি, ২০২৩।
যেসব পদে লোকবল নেওয়া হবে:
প্রধান শিক্ষক পদে একজন, সহকারী শিক্ষক (পুরুষ) পদে ২ জন, সহকারী শিক্ষক (নারী) পদে ৩ জন, সহকারী শিক্ষক (আইসিটি) পদে ১ জন, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে একজন, সহকারী শিক্ষক (চারুকলা/ ড্রয়িং) পদে একজন, প্রধান সহকারী পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন, অফিস সহায়ক পদে একজন, দপ্তরি/আয়া পদে একজন ও পরিচ্ছন্নতাকর্মী পদে একজন নিয়োগ দেওয়া হবে।
আবেদন যেভাবে করবেন:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সব সনদ/ ট্রান্সক্রিপ্ট/ মার্কশিট, জাতীয়তা/ নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদ, মুক্তিযোদ্ধা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর অবশ্যই নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত ফরম, আবেদন পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী।