শেয়ারদরের সঙ্গে সূচকের পতন

০৮ এপ্রিল ২০২২

বৃহস্পতিবারের (৭ এপ্রিল) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমেছে। পতন দেখা গেছে সূচকের। একই ধরণের চিত্র দেখা গেছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ।

সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ২১ দশমিক ২৪ পয়েন্ট কমে ছয় হাজার ৬৪১ দশমিক ২৩ পয়েন্টে, ডিএসইএস ২ দশমিক ৬১ পয়েন্ট কমে এক হাজার ৪৫৩ দশমিক ৬০ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৪৪ পয়েন্ট কমে দুই হাজার ৪৫১ দশমিক ৫৯ পয়েন্টে স্থির হয়। এদিনে ৩৮১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৩০টির এবং বাকি ৫২টির অপরিবর্তিত ছিল। লেনদেন বেড়েছে ২৫ কোটি ১৪ লাখ টাকা, লেনদেন হয় ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের অঙ্ক ছিল ৪৯০ কোটি ৫০ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৮ দশমিক ৬১ পয়েন্ট কমে ১১ হাজার ৭০০ দশমিক ৩১ পয়েন্টে এবং সিএএসপিআই ৬৫ দশমিক ২৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৫০১ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। ২৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৭০টির এবং ৩৯টির অপরিবর্তিত ছিল। ১৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ২২ কোটি ৪৮ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর