মৃত্যু নেই, শনাক্ত ১৫

১৩ জানুয়ারী ২০২৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি, তবে রোগটি শনাক্ত হয়েছে ১৫জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৮জন। শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৫১। নমুনা সংগ্রহ করা হয় ২ হাজার ৯২৮টি। নতুন ও পুরানো মিলে পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৩৯টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ২০৭জন, মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫২ লাখ ৬ হাজার ৫২৭টি। শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪০। 

এমকে

 


মন্তব্য
জেলার খবর