টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশার সংঘর্ষে আহত শিশুর মৃত্যু 

১৩ জানুয়ারী ২০২৩

সৈয়দ সরোয়ার সাদী রাজু, ভূঞাপুর: 

অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী এলাকায় ট্রেন-অটোরিকশার সংঘর্ষে আহত দুই বছরের শিশু তাওহীদ মারা গেছে।  শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ২  টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট পাঁচজন।

তাওহীদ উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর গ্রামের লাল মিয়ার  ছেলে। এর আগে দুর্ঘটনার দিন মারা যায় তার মা নার্গিস বেগম। 

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাটির দিনে ৩ জনের মৃত্যু হয়। উল্লেখ্য, গত বুধবার দুপুরের এ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বাইরে আহত হয় ৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর