মন্তব্য
আগামী তিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশায় আছন্ন থাকবে বিভিন্ন এলাকা। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (১৩ জানুয়ারি) আবহাওয়া সম্পর্কে এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের মতে, আকাশ মেঘলাসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে নদীর অববাহিকায় এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকা হচ্ছে- ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রজশাহী ও রংপুর বিভাগ।
এমকে