বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি বিএনপির

১৩ জানুয়ারী ২০২৩

দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী এবং অবিবেচনাপ্রসূত মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি সেচে, কল কারখানায় উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় এবং প্রতিটি জিনিষের মূল্য আরও বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন- প্রতি মাসে সন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বৃদ্ধি করা হবে বিদ্যুতের দাম। চাল, ডাল, তেল, চিনিসহ সব দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতিতে যখন জনজীবনে নাভিশ্বাস উঠেছে, জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তখন সরকারের এ তুঘলকি সিদ্ধান্ত ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। বর্তমান সরকার জনগণের নির্বাচিত নয় বলেই জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির এ অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে- যোগ করেন বিএনপি মহাসচিব।

 

এমকে


মন্তব্য
জেলার খবর