উন্নয়ন কাজ ফেলে রেখেছেন ঠিকাদাররা

১৪ জানুয়ারী ২০২৩

দেশেল প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে বর্তমান শেখ হাসিনার সরকার। কিন্তু  নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় বাস্তবায়নাধীন উন্নয়ন কাজ ফেলে রেখেছেন অনেক ঠিকাদার । ফলে অনেক উন্নয়ন কাজ দৃশ্যমান হচ্ছে না। শুক্রবার (১৩ জানুয়ারি এমনটাই জানিয়েছেন  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

পিরোজপুরের  স্বরূপকাঠির আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি ও এর প্রভাব সম্পর্কে কথা বলেন মন্ত্রী রেজাউল করিম।

মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, এমন পরিস্থিতিতে চেষ্টা করা হচ্ছে ঠিকাদারদের বুঝিয়ে শুনিয়ে আগামী নির্বাচনের আগেই দরপত্রাদেশ দেওয়া কাজগুলো  বাস্তবানের। এতে উন্নয়নের সুফল ভোগ করতে পারবেন প্রত্যন্ত এলাকার মানুষ। 

সরূপকাঠি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ, জলাবাড়ি ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর