মন্তব্য
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরামর্শেই দেশে র্যাব গঠন করা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। বলেছেন, তখনকার পরিস্থিতি বিবেচনায় র্যাবের কনসেপ্টটা তৎকালীন সরকারকে দেয় ওই দেশগুল। এ জন্য ইকুয়েপমেন্ট দেয়, তাদের কারণেই প্রাথমিকভাবে র্যাব গঠন হয়।
শনিবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন মোমেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগের এক সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী আবদুল মোমেন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এখন অনেক পরিপক্ব এ বাহিনী। তাদের পারফরম্যান্সের জন্য দেশের জনগণ তাদের চায়৷ অন্য বুদ্ধিতে তাদের ওপর যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এমকে