মন্তব্য
মাঘের শুরুতে দেশের প্রায় সব বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অনেক জায়গায় কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। যদিও নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার (১৪ জানুয়ারি) দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আকাশ আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও সামান্য হ্রাস পেতে পারে দিনের তাপমাত্রা । সূত্র: বাসস
এমকে