তিন দিনে বিশ্ব ইজতেমায় ৭ মুসল্লির মৃত্যু

১৪ জানুয়ারী ২০২৩

প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় আসা ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। তিন দিনে তারা মারা গেছেন। শনিবার (১৪ জানুয়ারি) তাদের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার মাওলানা মো. শাকের। তবে তারা কীভাবে মারা গেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

মাওলানা মো. শাকেরের দেওয়া তথ্য বলছে, সবশেষ  শনিবার ভোরে মারা যায় দুজন, এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) তিন মুসল্লির মৃত্যু হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মৃত্যু হয় দুই মুসল্লির। মারা যাওয়া মুসল্লীরা হচ্ছে- আব্দুল রাজ্জাক (৭০) ও হাবিবুর রহমান (৭০), হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি (৬৮), মোফাজ্জল হোসেন খান (৭০), আক্কাস আলী সিকদার (৫০), নুরুল হক (৬৩) ও তৈয়ব আবু তালেব (৯০)। ইজতেমা ময়দানে তাদের নামাজে জানাযা শেষ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর