নোয়াখালীতে লোক সাংস্কৃতিক উৎসব

১৪ জানুয়ারী ২০২৩

মোহাম্মদ দেলোয়ার হোসেন,নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে নানা আয়োজনে লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাবলিক হল চত্ত্বরে এ উৎসব হয়। বেগমগঞ্জ লোক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ বেগমগঞ্জ শাখার উদ্যোগে এ উৎসব শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।  

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসা বিজ্ঞানী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক ডা.এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াসীর আরফাত ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়রম্যান এবিএম জাফর উল্যাহ প্রমূখ।  

লোক সাংস্কৃতিক উৎসবে বক্তারা বলে- জঙ্গীবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে বাঙ্গালির হৃদয়ের স্পন্দন লোক সাংস্কৃতির ভুমিকা গুরুত্বপূর্ণ।  উৎসবে লোক সংঙ্গীত শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর