সোনার দামে রেকর্ড, প্রতি ভরি প্রায় সাড়ে ৯৩ হাজার টাকা

১৪ জানুয়ারী ২০২৩

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন দর রোববার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে। বর্ধিত দরে ২২ ক্যারেট  ৯৩ হাজার ৪২৯ টাকা, ২১ ক্যারেট ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেট ৭৬ হাজার ৪৫৭ টাকায় এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৬৩ হাজার ৩৮৫ টাকায় কেনাবেচা হবে প্রতি ভরি সোনা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) শনিবারের (১৪ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির কথা জানানো হয়েছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত ৭ জানুয়ারি সোনার দাম বাড়িয়েছিল বাজুস।

 

এমকে


মন্তব্য
জেলার খবর