বিজেপি নেত্রীর অভিযোগে থানায় উরফি

১৫ জানুয়ারী ২০২৩

ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। অভিনয়ের চেয়ে পোষাক বিতর্কে আলোচনায় এসেছেন বেশি। অর্ধ-উলঙ্গ পোষাক পরার কারণে দুবাইয়ে গিয়ে গ্রেফতার হন উরফি। এবার দেশে ফিরেও পুলিশের কাছে যেতে হলো তাকে। মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এ জন্য শুক্রবার মহারাষ্ট্রের মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন উরফি। কমিশনের চেয়ারপার্সন রুপোলি চাকণকরের সঙ্গে সাক্ষাতের পর উরফির দাবি, চিত্রার মন্তব্যে তার উপর হামলায় উস্কানি রয়েছে। তারপরই উরফিকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশ।

 

শুরুটা অবশ্য হয়েছিল মহারাষ্ট্র বিজেপির মহিলা মোর্চা সভাপতি চিত্রার অভিযোগেই।

তার বিরুদ্ধে সেই একই অভিযোগ আনা হয়। উরফি অশালীন পোষাক পরছেন, রাস্তা-ঘাটে এভাবে ঘুরো বেড়াচ্ছেন। ফলে নগ্নতার প্রচার। দীর্ঘ অভিযোগপত্রে অভিযোগ জানিয়েছিলেন এ বিজেপি নেত্রী। এমনকি, উরফিকে গ্রেফতার করাও অনুরোধ করেন। তার এমন প্রবিাদের পরই নড়েচড়ে বসে সামাজিক মাধ্যম।

 

আনন্দবাজার/আরআই


মন্তব্য
জেলার খবর