খসড়া তালিকায় ভোটার প্রায় ১২ কোটি

১৫ জানুয়ারী ২০২৩

রোববার (১৫ জানুয়ারি) চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার ভোটার সংখ্যা মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন।এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন, নারী ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন এবং হিজড়া ৮৩৭ জন। নতুন করে ভোট দেওয়ার যোগ্য হয়েছেন ৭৯ হাজার ৮৩ লাখ ২৭৭ জন।  রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।

ইসি বলছে, আগামী ২ মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর সেই তালিকা থাকা ভোটাররা আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ২০২২ সালে ভোটার ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। খসড়া তালিকায় বাদ পড়েছেন ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। ভোটার বেড়েছে সব মিলিয়ে  ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮। গত জুন থেকে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলে। ইসি জানায়, খসড়া তালিকায় নাম বা অন্য তথ্য সংশোধনের প্রয়োজন হলে ভোটার স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত আপত্তি নিষ্পত্তির পরে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

 


মন্তব্য
জেলার খবর