শীতবস্ত্র বিতরণ করলো অষ্টাদশ বিসিএস ফোরাম বরিশাল

১৫ জানুয়ারী ২০২৩

সংগঠনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্তদের মাঝে ১শ’ কম্বল বিতরণ করেছে অষ্টাদশ বিসিএস ফোরাম বরিশাল। শনিবার (১৪ জানুয়ারি) ঝালকাঠি জেলার কালিজিরা প্রান্তে আনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ও বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম আখতারুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, সরকারি বিএম কলেজের সহযোগী অধ্যাপক কাজী জাবের আহমেদ, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের গাইনি বিভাগের চিকিৎসক ডা, সাঈদা সুলতানা সুইটি, ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দীন ও বরিশাল সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. আব্বাস উদ্দিন প্রমুখ।

ফোরামটির সভাপতি জানান, তাদের এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, বরিশাল বিভাগে অবস্থানরত আঠারোতম বিসিএসের ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে এ ফোরাম গঠিত।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর