রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন ‘প্রক্রিয়া’শুরু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি তিনি।
ইসি মো. আলমগীর জানান, যথাসময়ে তফসিল হবে। তার আগে আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এ বিষয়ে আলাপ হবে।
প্রসঙ্গত, আগামী ২৪ এপ্রিলের মধ্যে শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ। তার আগে ২৪ জানুয়ারি থেকে ২৩ এপ্রিলের মধ্যে করতে হবে এ নির্বাচন। কারণ সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে- ‘(১) রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হইলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনি কর্মকর্তা হিসেবে নির্বাচনের দায়িত্ব পালন করেন।
এমকে