ভোলায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সহোদর দুই ভাই নিহত

১৫ জানুয়ারী ২০২৩

ভোলা প্রতিনিধি:

ভোলায় মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সহোদর দুই ভাই নিহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহেল (২৫) ও শাওন (২০)। তারা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলামবাদ ইউনিয়নের আব্দুল করিম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহেল ও শাওন। পথে হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় আসলে ট্রলিটির সঙ্গে তাদের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হন দুই ভাই।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ট্রলিচালক পলাতক রয়েছেন। তাকে আটকে চেষ্টা চলছে।

 

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর