আমার সাথে নির্বাচন কমিশন অন্যায় করেছে: হিরো আলম

১৬ জানুয়ারী ২০২৩

বিএনপির সংসদ থেকে পদত্যাগ করা শূণ্য  আসন থেকে প্রার্থী হতে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন হিরো আলম। কিন্তু হিরো আলমের মনোনয়ন বাতিল করে নির্বাচন  কমিশনার। ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর  মনোনয়ন ফিরে পেতে আদালতের দারস্থ হন তিনি। কিন্তু রোববার আলমের আপিল আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

 

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমার সঙ্গে নির্বাচন কমিশন অন্যায় করেছে। অন্যায় করে দুটি আসনেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ অন্যায়ের বিরুদ্ধে আজকেই উচ্চ আদালতে যাবো।’

 

গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ১টার দিকে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।


মন্তব্য
জেলার খবর