মৃত্যু নেই, শনাক্ত ৪৮

০৮ এপ্রিল ২০২২

করোনায় আক্রান্ত কেউ গত ২৪ ঘণ্টায় মারা যায়নি। তবে এ সময়ে রোগটি শনাক্ত হয়েছে ৪৮ জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬০ জন। শুক্রবার (৮ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার  ছিল ০ দশমিক ৭৭ শতাংশ। নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ২৩০টি, পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৩৮টি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন। সুস্থ  হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন। শনাক্তের হার ১৪ দশমিক ০৬। নমুনা পরীক্ষা  হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭৮ হাজার ৪৪৪টি।

এমকে


মন্তব্য
জেলার খবর