পানিতে ডুবে দেড় হাজারের বেশি শিশুর মৃত্যু

১৬ জানুয়ারী ২০২৩

গতবছরের পুরোটা সময় মিলে ১ হাজার ৬৭১ শিশু মারা গেছে পানিতে ডুবে। সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশু- সংখ্যায় ৯৬০ জন। টাঙ্গাইল কার্যালয়ে সোমবার (১৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় শিশুদের জন্য ফাউন্ডেশন। দেশের ৫১ গণমাধ্যমে প্রকাশিত পানিতে ডুবে শিশু মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করেছে তারা।

শিশুদের জন্য ফাউন্ডেশন জানান, গত বছরে পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের  মধ্যে ৬২ দশমিক ৩৬ শতাংশ ছেলে, ৩৭ দশমিক ৬৪ শতাংশ মেয়ে। এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে  চট্টগ্রাম জেলায়, সংখ্যায় ১৩২ জন। মৃত্যুর পেছনে কারণ হিসেবে মৃগী রোগী, আঘাত জনিত মৃত্যু বা দুর্ঘটনা, সাঁতার না জানা, অসচেতনতাকে  চিহ্নিত করা হয়েছে। সকালে কাজের সময় থেকে শুরু করে দুপুরের বিশ্রামের সময় পর্যন্ত সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি শিশু মারা গেছে সেপ্টেম্বর মাসে- ২২৮ জন। বিপরীতে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ঘটে ফেব্রুয়ারি মাসে- ৬৫ জন।  শীতকালের চেয়ে গরমের সময় পানিতে ডুবে প্রাণহানি বেশি ঘটে শিশুদের। আবার শহর ও গ্রামের তুলনায় গ্রামের শিশুদের নদী, পুকুর বা ডোবায় গোসল করার সময় বেশি মৃত্যু ঘটেছে। তবে অনেক ঘটনাই সংবাদপত্রে প্রকাশ হয়নি, যেগুলো হিসাব করলে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মনে করছে সংগঠনটি। এমন শিশুমৃত্যু রোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা জরুরি বলেও মনে করছে তারা।

 

এমকে


মন্তব্য
জেলার খবর