অতীতের অভিজ্ঞতা থেকে আসছে গ্রীষ্মকাল ও রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিদ্যুৎ বিভাগ। জাতীয় সংসদের চলমান অধিবেশনে সোমবার (১৬ জানুয়ারি) প্রশ্নোত্তরে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর উপস্থাপিত হয় টেবিলে। এ সংক্রান্ত প্রশ্নটি করেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ বছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে হবে। তাই বিদ্যুতের চাহিদা অত্যধিক বৃদ্ধি পাবে। এদিকে দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ খাতকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তারপরও সব গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। বর্তমানে দেশে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা তিন কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৭৭৫ জন বলেও আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এমকে