বিশ্বকাপে মেয়েদের আরেকটি জয়

১৭ জানুয়ারী ২০২৩

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশের নারীরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে দিল। সোমবার শ্রীলঙ্কাকে ১০ রানে হারায় লাল-সবুজের মেয়েরা। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান বাংলাদেশের। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ছাড়া রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। প্রথম দু’দলকে হারিয়েছে ইতোমধ্যে। এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের প্রতাশা মেয়েদের। বড় দুই দলকে হারানোর পর যুক্তরাষ্ট্রকে সহজেই হারাতে পারবে বলে প্রত্যাশা লাল-সবুজের দলের।

 

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে থামে। ফলে ১০ রানের জয় পায় লাল-সবুজের মেয়েরা।

 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ‍উইকেট হারায় শ্রীলঙ্কা। ২৪ রানের মধ্যে প্যাভিলিয়নের পথ ধরে দুই ওপেনার। তবে পরের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অধিনায়ক ভিস্মি গুনারত্নে ও দেওমি। এ দু’জন বাংলাদেমের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রতিরোধ ভেঙে জয় তুলে নেয় বাংলাদেশ। ৫৪ বলে ৬০ রান করেন বিস্মি। আর ৪৪ বলে ৫৫ রান করেন দেওমি।

 

এর আগে দক্ষিণ আফ্রিকার উইলমোর পার্কে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ব্যাটে নেমে দুরন্ত সূচনা করে দুই ওপেনার। আফিয়া প্রত্যাশা ও মিষ্টি শাহা করেন ৭৫ রান। ১২ ওভার পর্যন্ত বাংলাদেশের দূর্গ ভাঙতে পারেনি শ্রীলঙ্কার সিংহিরা। ১২ ওভারে এসে ৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হন প্রত্যাশা। এরপর ১৪ রানে ভাঙে মিষ্টির প্রতিরোধ। এ দুই উইকেট হারানোর ধাক্কা সামলে আরেকটি জুটি উপহার দেন দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। দু’জনে মিলেই বাংলাদেশকে টানেন বাকি পথ।

 

ইনিংসের শেষ বলে ডাবল নিয়ে মাত্র ২৮ বলে ফিফটি করেন স্বর্ণা। ৩টি চার ও ২টি ছয়ের মার ছিল তার ইনিংসটি সাজানো। অপর প্রান্তে দারুণ ইনিংস খেলেছেন দিলারা আক্তার। ৩টি চার ও ১টি ছয়ে মাত্র ২৭ বলে ৩৬ রান করেন দিলারা। প্রত্যাশা-স্বর্ণা দুজনেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুজনের জুটি থেকে আসে ৮৬ রান।

 

আরআই


মন্তব্য
জেলার খবর