বাড়ি থেকে গাঁজাসহ চারজন আটক

১৬ জানুয়ারী ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকা থেকে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। রোববার (১৬ জানুয়ারি) ওই নারীর বাড়ি থেকেই তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছে- দক্ষিণ আইচা থানার চর মানিকা ৩নং ওয়ার্ডে হাসান হাওলাদারের স্ত্রী রিনা বেগম, একই এলাকার চাঁন মিয়ার ছেলে হাসান, আবুল বাশারের দুই ছেলে রাব্বি ও জিসান ।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর