রাশিয়ার হামলায় দিনিপ্রোতে নিহতের সংখ্যা বেড়ে ৪০

১৭ জানুয়ারী ২০২৩

ইউক্রেনজুড়ে বিভিন্ন নগরীতে একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া। এ হামলায় দেশটির দিনিপ্রোতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শহরটির কর্মকর্তা গেন্নাডি কোরবান বলেছেন, হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়া ছাড়াও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। এছড়া ১৪ শিশুসহ ৭৫ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

 

শনিবার ইউক্রেনের বিভিন্ন শহরে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে নিপ্রোতে একটি নয়তলা ভবন গুড়িয়ে যায়। ভবনের বাসিন্দারা নিখোঁজ রয়েছেন। তবে তাদেরকে জীবিত উদ্ধার করার আশা খুবিই কম বলে আশঙ্কা করা হচ্ছে।

 

তবে পর্যন্ত জীবন রক্ষার সামান্য সুযোগ থাকা পর্যন্ত নগরীতে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

 

 


মন্তব্য
জেলার খবর