কুমিল্লার প্রথম জয়

১৭ জানুয়ারী ২০২৩

তারকা বহুল দল হয়েও জয়ের দেখা মিলছিল না কুমিল্লার। অবশেষে জয়ের দেখা পেল দলটি। বাংলাদেশে প্রিমিয়ার লিগের নবম আসরে ৬ উইকেটে চট্টগ্রামকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করে মাত্র ১৩৫ রান করতে পারে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। মাত্র ৪ উইকেট হরিয়েই নির্দিষ্ট রান তোলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান আসে লিটনের ব্যাট থেকে। এছাড়া রিজওয়ান ৩৭*, ইমরুল ১৫, জনসন ০, জাকের ২২ ও খুশদীল ১০ রান করেন।

 

চট্টগ্রামের পক্ষে ২ উইকেট পান মালিন্দা পুষ্পা। ১টি করে উইকেট শিকার করেন জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শূন্যরানে আউট হন উসমান খান। দলীয় ২ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তবে পরের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চট্টগ্রাম। এ জুটি থেকে আসে ৪৩ রান। ২১ বলে ২৯ রান করে আফিফ আউট হওয়ার পর এ জুটি ভাঙে। এছাড়া  ম্যাক্স ২৪, ইরফান ৫, রাসুলি ১১, জিয়াউর ২, শুভাগত ৩৭*, মৃত্যুঞ্জয় ৭ ও মেহেদি ১৩ রান করেন।

 

কুমিল্লার তানভীর ২, মোসাদ্দেক ২, মুকিদুল ১ ও খুশদীল ২টি করে উইকেট নেন।

 

সংক্ষিপ্ত স্কোর :

 

চট্টগ্রাম : ২০ ওভারে ১৩৫/৮। (উসমান ০, ম্যাক্স ২৪, আফিফ ২৯, ইরফান ৫, রাসুলি ১১, জিয়াউর ২, শুভাগত ৩৭*, মৃত্যুঞ্জয় ৭, মেহেদি ১৩; তানভীর ৪-০-২৬-২, হাসান আলী ৪-০-৩৮-০, মোসাদ্দেক ৪-০-২৩-২, মুকিদুল ৪-০-২৫-১, খুশদীল ৪-০-২০-২)।

 

কুমিল্লা : ১৭.৩ ওভারে ১৩৭/৪। (লিটন ৪০, রিজওয়ান ৩৭*, ইমরুল ১৫, জনসন ০, জাকের ২২, খুশদীল ১০*; শুভাগত ২-০-১৮-০, মৃত্যুঞ্জয় ৩.৩-০-২৩-১, জিয়াউর ২-০-১৭-১, মালিন্দা ৩-০-৩৩-২, নিহাদ ৪-০-১৯-০)।

 

ফল : কুমিল্লা ৬ উইকেটে জয়ী।


মন্তব্য
জেলার খবর