শিশুদের কৃমিনাশক ওষুধ সেবন কার্যক্রম ২২ জানুয়ারি শুরু

১৭ জানুয়ারী ২০২৩

পাঁচ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ওষুধ সেবন কার্যক্রম শুরু হচ্ছে ২২ জানুয়ারি। ১০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে দেশের ৪৪টি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। ২০২৫ সালের মধ্যে দেশ থেকে কৃমি নির্মূলের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করছে স্বাস্থ্য অধিদফতর।

পরিচালক ডা. নাজমুল ইসলাম জানান- প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে পাঁচ থেকে ১১ বছর বয়সী সব শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একইভাবে ১২-১৬ বছর বয়সী সব শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ (মেবেন্ডাজল বা ভারমক্স ৫০০ মি.গ্রা.) ভরা পেটে খাওয়ানো হবে। প্রথম ধাপে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ। তিনি জানান, স্কুলগামী, স্কুল বহির্ভূত, স্কুল থেকে ঝরে পড়া, পথ শিশু, কর্মজীবী শিশুসহ সব শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ বিনামূল্যে সেবন করানো হবে। কৃমির পুনঃসংক্রমণ রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার সম্পর্কে  তাদের সচেতন করা হবে এ সময়ে। এ সচেতন করার ফলে ভবিষ্যতে শিশুরা কৃমিসহ অন্যান্য পরজীবীবাহিত রোগব্যাধি থেকেও পরিত্রাণ পাবে।

এমকে


মন্তব্য
জেলার খবর